আমাদের সমন্ধে

চিন্তা যেন আকাশ ছুয়ে যায় ক্ষনে ক্ষনে । কিছু কিছু সময় সেই চিন্তাগুলোকে একটি ফ্রেমে বাধা জরুরী হয়ে পরে । জীবন, সংস্কৃতী ও সময় সবই বদলায় কিন্তু এই পালা বদলের পাল্লা ঠিক রাখার মাঝিতো আমরাই । আমাদেরই নেত্রিত্ব দিতে হয় এই পালাবদলে । মুলত চলবিল ব্লগটি তৈরী করা ত্রৈমাত্রিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য । এবং চলনবিলের মানুষ, জীবন, সাংস্কৃতী ও জীবনধারা নিয়ে লেখালেখি করার জন্যই চলনবিল ব্লগ এর প্রতিষ্ঠা । তবে এটি সার্বিক বিষয়ে আলোচনার একটি উনমুক্ত প্লাটর্ফম ।

আমাদের উদ্দেশ্যঃ

আমরা বিশ্বাস করি যেকোন বিষয়ে মুক্ত আলোচনা এবং স্বতর্স্ফূত অংশগ্রহন সেই বিষয়টিকে সঠিকভাবে গড়তে সহায়তা করে । চলনবিল বাংলাদেশের সর্ব বৃহৎ বিল মুলত এবং এই ব্লগটি বাংলাদেশের সেই  বিলের নাম অনুসারে নামকরন করা হয়েছে । চলনবিলের মানুষের জীবনধারা, তাদের শিক্ষা সাংস্কৃতি এবং সর্বপরি তাদের মূ্ল্যবোধ নিয়ে আলোচনা করার জন্য এ ব্লগটি  তৈরী করা হলেও আমরা বিশ্বাস করি এই ব্লগটি সকল বিষয়ের একটি মুক্ত আলোচনার প্লাটর্ফম । এবং আমরা সেই উদ্দেশেই এই ব্লগটি চালিয়ে যাচ্ছি । আমরা যে যে বিষয় গুলা করে যাচ্ছি এই ব্লগের মাধ্যমে এবং বলতে পারেন নিম্ন বর্নিত এই লিস্টাই আমাদের উদ্দেশ্য ।
  • চলনবিল বিষয়ে পূর্নাঙ্গ একটি অনলাইন ডকুমেন্টারীর বাস্তবায়ন ।
  • চলনবিলের মানুষের জীবন ধারা, সাংস্কৃতী ও মূল্যবোধ তুলে ধরা ।
  • বিভিন্ন গুরুত্বপূর্ন জীবন সমস্যা নিয়ে আলচোনা করা । এবং এটা করতে আমাদের ভাললাগে ।
  • বিভিন্ন প্রকার ভ্রমন বিষয়ক তথ্য উপস্থাপন করা ।
  • বিভিন্ন ধরনের পরিসংখ্যান তুলে ধরা ।
এবং এই সতর্স্ফূত এবং গঠনমুলক তথ্য ও আলোচনার মাধ্যমে জীবনকে আরো সুন্দর ও সুগঠিত করার উদ্দেশ্যই এই ব্লগটি পরিচালনা করা । আশা করছি আমরা আপনাদের সাহায্য করতে পারছি বিভিন্ন ক্ষেত্রে ।

যারা পরিচালনার দায়িত্বেঃ

প্রোফেসর গোলাম মস্তফাঃ

প্রোফেসর গোলাম মস্তফা তিনি বর্তমানে খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রী কলেজে অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন । পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের সংগে জরিত আছেন । সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল চলনবিল মেধাবিকাশ ফাউন্ডেশন ।
প্রোফেসর গোলাম মস্তফা বর্তমানে ব্লগের এডিটরের দায়িত্বে আছেন এবং তিনি এ ছাড়াও বিভিন্ন বিষয় নিয়েই নিয়মিত ব্লগে লিখে যাচ্ছেন । এবং তিনি প্রধানত চলনবিলের ঐতিহ্য, ইতিহাস, সাংস্কৃতি ও জীবনধারা নিয়ে লিখতে ভালবাসেন ।


মাহমুদুল হাসান তাহনিক

মাহমুদুল হাসান তাহনিক তিনি বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজে লেখাপড়া করছেন এবং তার পাশাপাশি তিনি চলনবিল ব্লগে কন্ট্রিবিউট করে যাচ্ছেন । এবং তিনি বর্তমানে চলনবিল ব্লগে ক্রিয়েটিভ রাইটারের দ্বায়িত্বে আছেন এবং বিভিন্ন বিষয়ক টিপস এবং পরামর্শ তিনি প্রতিনিয়ত ব্লগের মাধ্যমে লিখে যাচ্ছেন । তিনি সকল ধরনের লেখাই লিখেন তবে ভবিষ্যত পেশাগত ও বিশেষত ভাবে তিনি বিভিন্ন ধরনের টিপস যেমন সাস্থ, পড়াশোনা, মনোযোগ ইত্যাদি বিষয়ে লিখছেন । এবং তার ভাষ্য অনুযায়ী তিনি লেখাটাকে উপভোগ করেন কিন্তু ঠিকমত সময় বের করে উঠতে পারেন না লেখালেখি করার জন্য ।



মোঃ আসিফ করিম রন্জু

আশিফ করিম রন্জু তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাসস্টার ম্যানেজম্যান্ট ও ভুলনার‌্যাবিলিটি স্টাডিজে লেখা পড়া করছেন এবং পাশাপাশি চলনবিল ব্লগে নিয়মিত কন্ট্রিবিউট করে যাচ্ছেন । এবং বর্তমানে তিনি চলনবিল ব্লগে কন্টেন্ট ম্যানেজার হিসেবে দ্বায়ীত্ব পালন করে যাচ্ছেন । েএবং তিনি দূর্যোগ ব্যবস্থাপনা এবং দূর্যোগ মোকাবেলার প্রস্তুতি এবং দূর্যোগ পরবর্তি করনিও নিয়েও লেখালেখি করে থাকেন । তার ভাষ্য অনুযায়ী যে লেখায় আমার আগ্রহ আছে তা নিয়ে আমি দির্ঘ্যক্ষন ধরে লিখতে পারি । এবং সবাই মিলে একসাথে কাজ করলে অচিরেই আমরা চলনবিল ব্লগের সফলতা দেখতে পাবো ।

মোঃ মুস্তাফিজুর রহমান জুয়েল (জুয়েল মাহমুদ)

মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জুয়েল তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে লেখা পড়া করছেন এবং পাশাপাশি চলনবিল ব্লগে নিয়মিত কন্ট্রিবিউট করে যাচ্ছেন । তিনি মুক্ত চিন্তা বিকাশের জন্য এই ব্লগটি প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে তিনি চলনবিল ব্লগের প্রধান কন্টেন্ট ক্রিয়েটর এবং ডেভেলপার হিসেবে দ্বায়ীত্ব পালন করে যাচ্ছেন । এ ছাড়াও তিনি আরোকিছু তার নিজের ব্লগে নিয়মিত লেখালেখি করেন ব্লগ গুলা হল Lonelylearner.com এবং তার একান্তু ব্যক্তিগত ওয়েব স্পেস jewelmahmud.com এ । তিনি প্রধানত প্রযুক্তি এবং ডিপরেশন গত সমস্যা বিষয়ক লেখা লিখতে ভালবাসেন । বর্তমানে তার লেখা তার বিভিন্ন ব্লগ গুলার মাধ্যমে প্রকাশ করে যাচ্ছেন তিনি ।

আমরা সর্ব সময় সার্বিকভাবে এবং আমাদের সকল প্রচেষ্টা দিয়ে চেষ্ঠা করে যাচ্ছি আপনাদের সুন্দর সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য । আশা করি আমরা সেই লক্ষ্যে পৌছাতে পারবো । এবং বাকিটুকু বিচার করার দ্বায়িত্ব আপনাদের । আপনাদের সার্বিক সন্তুষ্টিই আমাদের কাম্য । এবং আমরা আশা করি আমরা সেই লক্ষে পৌছাতে পারবো ।

4 comments:

  1. Very good initiative. These pics remind me my childhood when I used to go to my grandparent's place at Bilsha. I am craving to have a boat journey from Chaskoeir to Bilsha.

    Thanks .

    Regards,

    Shafiul Azam
    Lecturer
    Australia

    ReplyDelete
    Replies
    1. I never thought somebody will read this blog someday. But I am impressed to see you guys here reading this stuffs. It inspires me to move this initiative further way. Thanks for being with us.

      Delete