চিন্তা যেন আকাশ ছুয়ে যায় ক্ষনে ক্ষনে । কিছু কিছু সময় সেই চিন্তাগুলোকে একটি ফ্রেমে বাধা জরুরী হয়ে পরে । জীবন, সংস্কৃতী ও সময় সবই বদলায় কিন্তু এই পালা বদলের পাল্লা ঠিক রাখার মাঝিতো আমরাই । আমাদেরই নেত্রিত্ব দিতে হয় এই পালাবদলে । মুলত চলবিল ব্লগটি তৈরী করা ত্রৈমাত্রিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য । এবং চলনবিলের মানুষ, জীবন, সাংস্কৃতী ও জীবনধারা নিয়ে লেখালেখি করার জন্যই চলনবিল ব্লগ এর প্রতিষ্ঠা । তবে এটি সার্বিক বিষয়ে আলোচনার একটি উনমুক্ত প্লাটর্ফম ।
আমাদের উদ্দেশ্যঃ
আমরা বিশ্বাস করি যেকোন বিষয়ে মুক্ত আলোচনা এবং স্বতর্স্ফূত অংশগ্রহন সেই বিষয়টিকে সঠিকভাবে গড়তে সহায়তা করে । চলনবিল বাংলাদেশের সর্ব বৃহৎ বিল মুলত এবং এই ব্লগটি বাংলাদেশের সেই বিলের নাম অনুসারে নামকরন করা হয়েছে । চলনবিলের মানুষের জীবনধারা, তাদের শিক্ষা সাংস্কৃতি এবং সর্বপরি তাদের মূ্ল্যবোধ নিয়ে আলোচনা করার জন্য এ ব্লগটি তৈরী করা হলেও আমরা বিশ্বাস করি এই ব্লগটি সকল বিষয়ের একটি মুক্ত আলোচনার প্লাটর্ফম । এবং আমরা সেই উদ্দেশেই এই ব্লগটি চালিয়ে যাচ্ছি । আমরা যে যে বিষয় গুলা করে যাচ্ছি এই ব্লগের মাধ্যমে এবং বলতে পারেন নিম্ন বর্নিত এই লিস্টাই আমাদের উদ্দেশ্য ।
- চলনবিল বিষয়ে পূর্নাঙ্গ একটি অনলাইন ডকুমেন্টারীর বাস্তবায়ন ।
- চলনবিলের মানুষের জীবন ধারা, সাংস্কৃতী ও মূল্যবোধ তুলে ধরা ।
- বিভিন্ন গুরুত্বপূর্ন জীবন সমস্যা নিয়ে আলচোনা করা । এবং এটা করতে আমাদের ভাললাগে ।
- বিভিন্ন প্রকার ভ্রমন বিষয়ক তথ্য উপস্থাপন করা ।
- বিভিন্ন ধরনের পরিসংখ্যান তুলে ধরা ।
এবং এই সতর্স্ফূত এবং গঠনমুলক তথ্য ও আলোচনার মাধ্যমে জীবনকে আরো সুন্দর ও সুগঠিত করার উদ্দেশ্যই এই ব্লগটি পরিচালনা করা । আশা করছি আমরা আপনাদের সাহায্য করতে পারছি বিভিন্ন ক্ষেত্রে ।
যারা পরিচালনার দায়িত্বেঃ
প্রোফেসর গোলাম মস্তফাঃ
প্রোফেসর গোলাম মস্তফা তিনি বর্তমানে খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রী কলেজে অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন । পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের সংগে জরিত আছেন । সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল চলনবিল মেধাবিকাশ ফাউন্ডেশন ।
প্রোফেসর গোলাম মস্তফা বর্তমানে ব্লগের এডিটরের দায়িত্বে আছেন এবং তিনি এ ছাড়াও বিভিন্ন বিষয় নিয়েই নিয়মিত ব্লগে লিখে যাচ্ছেন । এবং তিনি প্রধানত চলনবিলের ঐতিহ্য, ইতিহাস, সাংস্কৃতি ও জীবনধারা নিয়ে লিখতে ভালবাসেন ।
প্রোফেসর গোলাম মস্তফা বর্তমানে ব্লগের এডিটরের দায়িত্বে আছেন এবং তিনি এ ছাড়াও বিভিন্ন বিষয় নিয়েই নিয়মিত ব্লগে লিখে যাচ্ছেন । এবং তিনি প্রধানত চলনবিলের ঐতিহ্য, ইতিহাস, সাংস্কৃতি ও জীবনধারা নিয়ে লিখতে ভালবাসেন ।
মাহমুদুল হাসান তাহনিক
মাহমুদুল হাসান তাহনিক তিনি বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজে লেখাপড়া করছেন এবং তার পাশাপাশি তিনি চলনবিল ব্লগে কন্ট্রিবিউট করে যাচ্ছেন । এবং তিনি বর্তমানে চলনবিল ব্লগে ক্রিয়েটিভ রাইটারের দ্বায়িত্বে আছেন এবং বিভিন্ন বিষয়ক টিপস এবং পরামর্শ তিনি প্রতিনিয়ত ব্লগের মাধ্যমে লিখে যাচ্ছেন । তিনি সকল ধরনের লেখাই লিখেন তবে ভবিষ্যত পেশাগত ও বিশেষত ভাবে তিনি বিভিন্ন ধরনের টিপস যেমন সাস্থ, পড়াশোনা, মনোযোগ ইত্যাদি বিষয়ে লিখছেন । এবং তার ভাষ্য অনুযায়ী তিনি লেখাটাকে উপভোগ করেন কিন্তু ঠিকমত সময় বের করে উঠতে পারেন না লেখালেখি করার জন্য ।
মোঃ আসিফ করিম রন্জু
মোঃ মুস্তাফিজুর রহমান জুয়েল (জুয়েল মাহমুদ)
মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জুয়েল তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে লেখা পড়া করছেন এবং পাশাপাশি চলনবিল ব্লগে নিয়মিত কন্ট্রিবিউট করে যাচ্ছেন । তিনি মুক্ত চিন্তা বিকাশের জন্য এই ব্লগটি প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে তিনি চলনবিল ব্লগের প্রধান কন্টেন্ট ক্রিয়েটর এবং ডেভেলপার হিসেবে দ্বায়ীত্ব পালন করে যাচ্ছেন । এ ছাড়াও তিনি আরোকিছু তার নিজের ব্লগে নিয়মিত লেখালেখি করেন ব্লগ গুলা হল Lonelylearner.com এবং তার একান্তু ব্যক্তিগত ওয়েব স্পেস jewelmahmud.com এ । তিনি প্রধানত প্রযুক্তি এবং ডিপরেশন গত সমস্যা বিষয়ক লেখা লিখতে ভালবাসেন । বর্তমানে তার লেখা তার বিভিন্ন ব্লগ গুলার মাধ্যমে প্রকাশ করে যাচ্ছেন তিনি ।
আমরা সর্ব সময় সার্বিকভাবে এবং আমাদের সকল প্রচেষ্টা দিয়ে চেষ্ঠা করে যাচ্ছি আপনাদের সুন্দর সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য । আশা করি আমরা সেই লক্ষ্যে পৌছাতে পারবো । এবং বাকিটুকু বিচার করার দ্বায়িত্ব আপনাদের । আপনাদের সার্বিক সন্তুষ্টিই আমাদের কাম্য । এবং আমরা আশা করি আমরা সেই লক্ষে পৌছাতে পারবো ।
ধন্যবাদ জুয়েল
ReplyDeleteআপনাকে স্বাগতম
DeleteVery good initiative. These pics remind me my childhood when I used to go to my grandparent's place at Bilsha. I am craving to have a boat journey from Chaskoeir to Bilsha.
ReplyDeleteThanks .
Regards,
Shafiul Azam
Lecturer
Australia
I never thought somebody will read this blog someday. But I am impressed to see you guys here reading this stuffs. It inspires me to move this initiative further way. Thanks for being with us.
Delete