Tuesday, January 7, 2014

শীত এবং মানবিকভাবে আমাদের করনীয় ।

শীতের এই শিতল হাওয়া শরিরে লাগতেই সারা শরির অস্বাভাবিক ভাবে কেপে উঠছে । শীতের সকালে গ্রামের মেঠো পথবেয়ে চলার মজাই আলাদা । আর বিশেষ করে সেই সময়টি যদি চারিদিকে কুয়াশা আবৃত সময় হয় তাহলেতো কথাই নেই । সকাল কিংবা বিকেল হোক গ্রাম মানেই প্রচুর শীত ।
শহরে জীবনে শীতের উপস্থিতি খুব একটা বেশীদিন থাকে না । তাছারাও শহরে শীত একটু কমই পড়ে । কিন্তু তার মানে এই না যে শহরে শীতই পরে না । শীততো সবখানেই পড়ে । একবার কল্পনা করে দেখুনতো আমরা হাজারটা কাপর শরিরে পরে শরীরের শীত নিবারন করার চেষ্টা করছি অথচ রাস্তার ধারে বস্তা মোরা দিয়ে শুয়ে থাকা ওই ছেলেটির কি হচ্ছে? আমি জানি এবং আমার লিখতেও কেমন যেন লাগছে, কারন কথা আমরা সবাই বলি মানবতার কথা সাম্যের কথা কিন্তু কাজ আমরা কয়জোন করি? আমাদের দেশে মানুষ আজ অনেক সুখে আছে । মারা যায় না আজ আর কেউ খ্যাদ্যের অভাবে । সাবার খাদ্যের অধিকার আজ নিশ্চিৎ কিন্তু তবুও কেন রাস্তার দুই ধার দিয়ে এতো পথ শিশুকে ঘুরতে দেখা যায় যারা কিনা খ্যাদ্যের অভাবে ঘুরছে? যারা কিনা মানবেতর শীতের কষ্টে দিন কাটাচ্ছে? কারন বাস্তবিক পক্ষে সবার জন্য আজো আমরা নিশ্চিৎ করতে পারি নাই সামাজিক নিরাপত্তা বেস্টনী ।  হাজার হাজার টাকা অর্থকরির মাঝে মানবতাহীনভাবে আপনি যে হাজারটা দিন কাটাবেন তারচাইতে এই পথশিশুরে মাঝে একটা সময় বসে তাদেরকে একটু সাহায্য করে হয়তো বা এক প্লেট ভাত অথবা একটি শীত বস্ত্র তাদের হাতে তুলে দিয়ে মন থেকে ভালবেসে কয়েকটি ঘন্টা সময় তাদের সাথে পার করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে, আপনার জীবনের সবচাইতে আনন্দের সময় কাটাবেন সেই সময়টি । করন সাহায্যের চাইতে সহানুভুতির খমতা অনেক বেশি । 

0 comments:

Post a Comment